বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
পাতার ঝাঁজে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৭:০৮ PM আপডেট: ২০.১১.২০২২ ৭:২৭ PM
দিনাজপুরের হিলি বাজারে দেশীয় পাতা পেঁয়াজ উঠতে শুরু করেছে । এর ফলে ভারত থেকে আমদানি করা বিভিন্ন প্রকারের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কয়েক দিনের তুলনায় কেজিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ৭-৮ টাকা। দাম কমায় সাধারণ মানুষের  মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ।

কয়েকদিন আগেও ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ প্রতি কেজি ২৫-৩১ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে দাম কমে ২২-২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। নাসিক জাতের পেঁয়াজ আগে ২৮ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২৪ টাকায়। তবে দেশি পেয়াঁজের দাম ৪০ টাকা কেজি।


রোববার (২০ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বাংলাদেশ বুলেটিনকে  বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি ও দাম কমেছে। বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে বলে জানান তিনি। দু সপ্তাহ আগে দিনে ১০-২০ বস্তা পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে পাঁচ বস্তায় নেমেছে। 

ক্রেতা আকবর আলী বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘এখন বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কম। এমন কম দাম সারা বছর থাকলে আমাদের জন্য ভালো হতো। তবে সমস্যা হলো দুদিন কমলে চার দিন বাড়ে। এতে সমস্যা হয় গরিবের।’

জানতে চাইলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বিভিন্ন স্থানে দেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দাম অনেকটাই কমেছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার (১৯ নভেম্বর) ১৪ ট্রাকে ৩৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

বাবু/ জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত