আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক এর মৃত্যুতে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সফল রাজনীতিবিদ হারালো যার শূন্যতা অপূরণীয়।
এ বর্ষীয়ান রাজনৈতিকের মৃত্যুতে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাবু/জেএম