শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ব্র্যাক ইপিএল এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড এর মধ্যে সমঝোতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:৪৮ PM
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত ইন্টিগ্রেশন ও নতুন প্রডাক্ট নিয়ে কাজ করবে। 

এছাড়াও এ চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা আরও সহজ করার লক্ষ্যে কাজ করবে। গ্রাহকদের সম্পদ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা সেবা, ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থার মাধ্যমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সেবাসমূহ ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য সহজলভ্য করবে এবং কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং সেবা ‘কর্পনেট’ কে ব্র্যাক ইপিএল-এর জন্য আরও উপযুক্ত করে তুলবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট ব্যাংকিং জনাব তারেক রেফাত উল্লাহ খান, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসানুর রহমান, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গত ৫ ডিসেম্বর উক্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মো. মহিউল ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং, মো. জাবেদুল আলম, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং, মো. রাশেদুল হাসান স্টালিন, ব্যাংকের হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক থেকে হেড অব অপারেশন ও প্রিমিয়াম ব্রোকারেজ কুমারেশ সাহা, হেড অব ফাইন্যান্স প্রত্যয় কুন্ডু, হেড অব রিসার্চ সেলিম আফজাল শাওন, হেড অব ডিজিটাল বিজনেস মো. রকিবুল ইসলাম রুশোসহ প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত