নীলফামারীর ডোমারে প্রশিকা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচীর পক্ষে প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে প্রশিকা ডোমার উন্নয়ন এলাকা, নিজস্ব হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ পরিচালক কামরুজ্জামান ছামাদের সভাপতিত্বে বিভাগীয় ব্যবস্থাপক মো. আলহাজ উদ্দীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উপ পরিচালক কামরুজ্জামান ছামাদ জানান, প্রশিকা ডোমার উন্নয়ন এলাকার দারিদ্র ৭০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আজকে ২০০ জনকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
বাবু/জেএম