সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
সেরা অভিনেতা দেব, জনপ্রিয় অভিনেতা মিঠুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৮:২৭ PM
বছরজুড়ে যারা টলিউড সিনেমার খুঁটিনাটি দর্শক-পাঠকদের সামনে তুলে ধরেন তাদের বিবেচনায় দেয়া হলো পুরস্কার। রবিবার জেম প্রেক্ষাগৃহে ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেব, সৃজিত মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, গার্গী রায় চৌধুরী, পাওলি দামরা।

‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (ডব্লিউবিএফজেএ)-এর পক্ষ থেকে পুরস্কৃত করা হলো গত বছরের বর্ষসেরাদের। ‘প্রজাপতি’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দেব। পাশাপাশি সেরা জনপ্রিয় অভিনেতা নির্বাচিত হলেন মিঠুন চক্রবর্তী। অনস্ক্রিন বাবা-ছেলের জুটি অফস্ক্রিনেও বাজিমাত করল।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অবশ্য মিঠুন উপস্থিত ছিলেন না। তার হয়ে পুরস্কার হাতে নিয়ে দেব বলেন, ‘অন্য সব ক্যাটাগরিতে কে পুরস্কার পাচ্ছেন তা নিয়ে সংশয় থাকতে পারে, তবে এই ক্যাটাগরিতে নেই।’

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত