পাবনার সাঁথিয়া থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার ও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল দুপুরে সাঁথিয়া থানাচত্বরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান ওসি তদন্ত কোমল কুমার দেবনাথ। গ্রেফতারকৃতদের নিকট থেকে গরু উদ্ধার করতে না পারলেও চোরাই কাজে ব্যবহৃত ট্রাক ও গরু বিক্রির ৯ হাজার টাকা ৬টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নামে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর ও গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম