মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৬তম আসরের দ্বিতীয় পর্ব (সাদপন্থী) শুরু হয়েছে শুক্রবার (২০ জানুয়ারি)।
এদিন বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ানের মাধ্যমে ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। এতে বাংলা ভাষাভাষীদের জন্য তাৎক্ষণিক বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।
ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্বের অন্যান্য মুসল্লিদের মধ্যে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করে এ খবর জানান এই নায়ক।
অভিনেতার পোস্ট করা পৃথক ছবিতে দেখা যায় অন্যান্য মুসল্লিদের সঙ্গে বসে আছেন তিনি। আবার একটি ছবিতে মুসল্লিদের সঙ্গে খাবার খেতেও দেখা গেছে তাকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ বিশ্ব ইজতেমায় পবিত্র জুমার নামাজ আদায় করলাম।’
নায়ক ইমন ছবিগুলো পোস্ট করার পর নানা রিঅ্যাকশনে ভরিয়ে দিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া অনেকে প্রশংসামূলক মন্তব্যও করছেন সেখানে।
বাবু/পিকু