ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবস নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ছোটপর্দার এই তারকা অভিনেত্রী। ভালোবাসার গল্প নিয়ে ভালোবাসা দিবসে তার একটি ওয়েব সিরিজ মুক্তি দেওয়া হবে। নাম ‘‘দ্য সাইলেন্স’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
এটি একটি ভালোবাসার গল্প। যেখানে দেখানো হবে ভালোবাসার মানুষের অধিকারে প্রভাবে অনেক সময় মুখ বন্ধ রাখতে হয়। নিজের অধিকার নিয়েও কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হয়। সব সময় আতঙ্ক কাজ করে সম্পর্ক ভেঙে যাওয়ার। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে‘দ্য সা‘ইলেন্স’। ওয়েব সিরিজটির একটি পোস্টারও ইতোমধ্যে প্রকাশিত করা হয়েছে। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করা মেহজাবীন ও শামল মাওলাকে মুখ সেলাই অবস্থায় দেখা যায়। শ্যামলের মুখে হাসি থাকলেও মেহজাবীনের চেহারায় ছিল আতঙ্ক। ওয়েব সিরিজটি অল ইন ওয়ান স্ট্রিমিং সার্ভিস ‘বিঞ্জে’ ভালোবাসা দিবসের দিন প্রচারিত হবে। এতে মেহজাবীন, শ্যামল ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম ও বিজরী বরকতউল্লাহ।
-বাবু/এ.এস