শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
‘পাঠান’ সিনেমায় টাইগার’র ক্যামিও দৃশ্য ফাঁস!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ২:৪৪ PM
বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বজুড়ে প্রায় ১০০টি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। এই সিনেমারই একটি অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা গেছে শাহরুখ-সালমান জুটিকে। যা নিয়ে ব্যাপক আনন্দিত দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

পাঠান সিনেমা মুক্তির প্রথম দিনই বিভিন্ন ভিডিও শেয়ারিং প্লাটফর্মে এটি প্রকাশ হয়। সেখানে সিনেমার একটি দৃশ্যে দেখা যায় শত্রু পক্ষ আটক করে পাঠানকে। এমন পরিস্থিতিতে বিপদগ্রস্ত পাঠানকে শত্রুদের হাত থেকে উদ্ধার করে ‘টাইগার’ খ্যাত তারকা সালমান খান। এদিকে সেই দৃশ্য নিয়েই সোশ্যাল মিডিয়া তোলপাড়। বিষয়টি কেউ হাস্যরসভাবে নিচ্ছেন, আবার কেউ অনলাইনে সক্রিয় থাকা দর্শকদের সঙ্গে প্রতারণা হিসেবে নিচ্ছেন। তবে বেশিরভাগ দর্শকই অবাক হচ্ছেন।

দীর্ঘ ৪ বছর পর 'পাঠান' সিনেমার মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করলেন শাহরুখ খান। ভারতের ৫৫০০ সহ বিশ্বজুড়ে ৮ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা। যা বলিউড ইতিহাসে এই প্রথম। মুক্তির আগেই এই সিনেমার ৫ লাখেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়।

শুধু তাই নয়, ভারতের বাইরে আরও ৯৫টি দেশের সর্বমোট ২৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে এই সিনেমা। মুক্তির পর থেকেই চারদিকে পজিটিভ রিভিউয়ের ছড়াছড়ি। ধারণা করা হচ্ছে ‘কেজিএফ-২’ এর ওপেনিং রেকর্ড ভেঙে দিতে পারে পাঠান।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমা ফ্লপ হওয়ার পর দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে শাহরুখ খান-কে আর কোনো মুভিতে দেখা যায়নি। ভক্তরা বহুদিন ধরে আশায় ছিলেন, কবে ফিরবেন কিং খান? অবশেষে ২০২৩ সালের শুরুতে দারুণভাবে প্রত্যাবর্তন করলেন তিনি। এবছরই পাঠানের পর মুক্তি পাবে আরও ২টি সিনেমা। (জাওয়ান, ডনকি)

‘পাঠান’ সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরও অনেকেই। 

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত