রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
আবারও বিদেশযাত্রার আবেদন করলেন জ্যাকলিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:২৬ AM
এক সপ্তাহের ব্যবধানে ফের বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। ১৭ জানুয়ারির পর ২৫ জানুয়ারি ফের দিল্লির পটিয়ালা হাউস কোর্টে আবেদন করেন বলিউড অভিনেত্রীর। 

কাজের জন্য ২৯ জানুয়ারি দুবাই যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন বলিউড অভিনেত্রী। ১৭ জানুয়ারি দিল্লি আদালতে নিজের আবেদন জানান জ্যাকলিন। এক সপ্তাহ ব্যবধানে ২৫ জানুয়ারি বিদেশযাত্রার যে আবেদন জানিয়েছেন তাতে ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত যাত্রার অনুমতি চেয়েছেন। আগামী ২৭ জানুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইডি।

২০০ কোটির প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। গ্রেপ্তার হওয়ার পরে সুকেশকে জেরায় উঠে আসে তার ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্দেজের নাম। প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন। মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

মামলা চলাকালীন অভিনেত্রীর ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এরমধ্যেই বিদেশযাত্রার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড তারকা। 

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত