শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
রজব থেকে রমজানের প্রস্তুতি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:২৮ PM আপডেট: ২৬.০১.২০২৩ ১২:৩৩ PM

আল্লাহ বলেন, ‘আসমান-জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে (লৌহ মাহফুজে) মাসগুলোর সংখ্যা হলো বারো। তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস। এটা হলো সুপ্রতিষ্ঠিত দীন। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের ওপর অত্যচার করো না।’ (সুরা : তাওবা, আয়াত : ৩৬)

সেই বারোটি মাসের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। মহান আল্লাহ তাৎপর্যপূর্ণ বিভিন্ন ঘটনা ও স্পেশাল নেয়ামত ভিন্ন ভিন্ন মাসে দান করে বিশেষ কিছু মাসের মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করেছেন। যেমন আশুরার জন্য মহররম, নবীজির জন্মের জন্য রবিউল আউয়াল। মহানবী (সা.) বলেছেন, বারো মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত; জিলকদ, জিলহজ, মহররম ও রজব।

সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম রজব। হাদিসের ভাষায় এটা মহান আল্লাহর মাস। ইসলামপূর্ব সময়েও এ মাসটি অত্যন্ত মর্যাদামণ্ডিত ছিল। এ মাসের সম্মানার্থে জাহিলিয়াতে আচ্ছন্ন আরবরাও যুদ্ধ-বিগ্রহ বন্ধ রাখত। মহিমান্বিত এ মাসকে আল্লাহর রহমতের মাস হিসেবে গণ্য করে যুদ্ধ-বিগ্রহ হারাম ঘোষণা করা হয়।

রজব মাসের নফল ইবাদতে অন্য মাসের চেয়ে অধিক সওয়াব লাভ করা যায়। সিরাতে মোস্তফা (সা.) গবেষণায় জানা যায়, যখন রজব মাস শুরু হতো, তখন রাসুল (সা.) দুই হাত তুলে এই দোয়া পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামকে পড়তে বলতেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজবাও ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাজান।’

এ মাসে বিশেষ কিছু নফল আমল রয়েছে, যা অনুশীলন করলে বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে; মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেন। সম্মানিত রজব মাস আমাদেরকে রমজানের ইবাদতের জন্য প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়। তাই একজন মুমিন রমজান আসার আগে রজব মাস থেকেই নিজকে রমজানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলে। এ পবিত্রতম মাসে আল্লাহর মাহবুব নবী (সা.)-এর অনন্য মুজিজা মিরাজ অনুষ্ঠিত হয়।

রজব মাসের পরে শাবান। এর পরই হলো মহিমান্বিত রমজান। রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নেয়া উচিত। রাসুলুল্লাহ (সা.) এই মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। পরম সম্মানিত সাহারায়ে কেরামের মাঝে এ মাসে আমলের নতুন পরিবেশ সৃষ্টি হতো। নফল নামাজ, নফল রোজা, দান-সদকাসহ উত্তম আমলের মাধ্যমে অন্যরকম এক আবহ বিরাজ করতো। কানে বাজতো আকাঙ্ক্ষিত রমজানের আগমন ধ্বনি। আমলে আমলে চলতো রমজানকে বরণের প্রাক-প্রস্তুতি। আমাদেরও একান্ত কর্তব্য, রজম মাস থেকেই রমজানের প্রস্তুতি নেয়া।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আল্লাহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত