বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রাজধানীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৭:০১ PM
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গ্রেপ্তাররা হলেন—রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪)।  গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি ছোরা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান,  গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।

এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে পালিয়ে যেত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত