ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড বাসস্ট্যান্ডে পাশে অবৈধভাবে গড়ে উঠা বাঁশের দোকানপাট উচ্ছেদ করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালের দিকে এ উচ্ছেদ অভিযান করেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মহাসড়কের পাশে অবৈধ ভাবে দোকান বসিয়ে যানবাহন, সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় কারণে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাবু/জেএম