বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
অটোরিক্সা-অ্যাম্বুলেন্স সংঘর্ষে রিক্সাচালকের মৃত্যু
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৬:৪৭ PM
সাভারে অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয়। এছাড়াও একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই দুর্ঘটনাকবলিত রিক্সার যাত্রী। বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। বাকি দুইজন তাদের বাবা-মা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে দুইজন বাচ্চাসহ একই পরিবারের চারজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা বিপিএটিসির সামনে ইউটার্ন নিয়ে সড়ক পার হতে গেলে ঢাকামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স রিক্সাটিকে সজোরে ধাক্কা মারে। এতে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পরে ঘটনাস্থলে রিক্সাচালকের মৃত্যু হয়। রিক্সার যাত্রী আরেক নারীর দুই পায়ের উপর দিয়ে চালিয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছিলো। পরে আহতদের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। আরেকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম বলেন, ইউটার্ন নিতে গিয়ে একটি রিক্সার সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয়। আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত