বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
দেশের হলে বলিউডের ছবি
লাভের টাকায় ভাগ চান নিপুণ, ছবি মুক্তির দাবি জায়েদের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ১০:২৪ PM আপডেট: ২৭.০১.২০২৩ ১০:২৮ PM

দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে মত দিয়েছেন। তবে এখানে তিনি জুড়ে দিয়েছেন একটি শর্ত। তা হলো- মুনাফার ১০ শতাংশ টাকা শিল্পী সমিতিকে দিতে হবে।

অপরদিকে অভিনয় শিল্পীদের মধ্য থেকে চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন আরেক দাবি। তিনি বলেছেন, যদি বলিউডের ছবি দেশের হলে চালানো হয় তাহলে তার ছবিও ভারতে মুক্তি দিতে হবে।

সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিকে কেন্দ্র করে হল মালিকরা দেশে হিন্দি ছবি আমদানি করে দেখানো সুযোগ চেয়েছেন।

তবে সাফটা চুক্তি থেকে জানা গেছে,  কলকাতার ছবি আমদানি হলেও বলিউডের সিনেমা মুক্তি নিয়ে জটিলতা রয়েছে।

এদিকে দেশে বলিউডর ছবি মুক্তি পেলে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে- এমন দাবি জানিয়ে সমিতির নেতা নিপুণ সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছেন।

তার ভাষ্যমতে, এতে সমিতির তহবিল বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্য ব্যয় করা হবে।

নিপুণ বলেছেন, দেশে ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে হিন্দি ছবি কেন মুক্তি পাবে না?

এদিকে নিজের ছবি ভারতে মুক্তি দিলে দেশে হিন্দি ছবি প্রদর্শনের মত দিয়েছেন জায়েদ খান। তবে তিনি এও বলেছেন, আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই। 

তার মতে, হিন্দি ছবি আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত