সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মারাঠা মন্দিরে শাহরুখের দুই সিনেমা একসঙ্গে প্রদর্শিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:১৬ AM
ভারতের মুম্বাইয়ের আইকনিক মারাঠা মন্দির সিনেমা হলে শাহরুখ খানের ‘ডিডিএলজে’ (দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে) এবং ‘পাঠান’ সিনেমা একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে। বলিউড বাদশাহ দীর্ঘ চার বছর ধরে বড় পর্দায় ছিলেন না, কিন্তু এখন তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা পাঠান বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে।

অনেকেই মনে করছেন যে ‘পাঠান’ বলিউডে নতুন ইতিহাস রচনা করতে চলেছে। সবচেয়েও আনন্দের বিষয় হলো কিং খান এই মুহূর্তে ভক্তদের মধ্যে সত্যিই নস্টালজিয়া জাগিয়ে তুলছেন।

মারাঠা মন্দিরের আইকনিক একক পর্দায় চলছে ‘পাঠান’ আর মন্দিরের থিয়েটারে চলছে শাহরুখ এবং কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। দুটি সিনেমা পাশাপাশি একসঙ্গে দেখানোর কারণে মানুষের কৌতূহল এবং উৎসাহ আরও বেড়ে যাচ্ছে।

অনেক সিনেমা আসতে পারে এবং যেতে পারে। তবে শাহরুখ খান এবং কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এমন একটি রোমান্স যা আপনি সেখানে গেলে খুঁজে পাবেন।

এই কথাটি সবার নজরে আনতে, কিংখানের ম্যানেজার পূজা দাদলানি সম্প্রতি তার টুইটারে লিখেছেন ‘এই দুটি ছবির মধ্যে আমাদের সবার সর্বোচ্চ ত্যাগ ও ভালোবাসা জড়িয়ে আছে। যদি আপনি পাঠানের জন্য টিকিট না পান তাহলে আপনি সময় নষ্ট না করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দেখে নিন। পরে সময় সুযোগ মতো টিকিট জোগাড় করে ‘পাঠান’ দেখুন। বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে পাঠান এখন শীর্ষে অবস্থান করছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত