রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সুনামির মতো ঝোড়ো বেগে রেকর্ড করছে পাঠান
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৬:৩০ PM
মুক্তির পরপরই সুনামির মতো ঝোড়ো বেগে ছুটে চলছে পাঠান। বিশ্বজুড়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনে ‘পাঠান’ বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছে। শুধু ভারতেই নয়, বেশ কয়েকটি দেশের ব্ক্স অফিস রেকর্ডে নিজেদের পতাকা উড়িয়েছে পাঠান। সিনেমা বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই বিশ্বব্যাপী বলিউড রেকর্ডগুলো একজন ব্যক্তির নাম উজ্জ্বল করবে। তিনি শাহরুখ খান। 

বক্স অফিস সূত্র মতে, এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, পাঠান তার উদ্বোধনী সপ্তাহে ১৬৩ কোটি (আরো বাড়বে) রুপির মতো সংগ্রহ করেছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও পাঠান ছুটছে ঝড়ের বেগে। দুই দিনের আন্তর্জাতিক বক্স অফিসে আয় করে নিয়েছে ২৫০ কোটি রুপির বেশি। বাণিজ্য সূত্র অনুসারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন ধামাকা পাঠান আন্তর্জাতিক বাজারে উদ্বোধনী সপ্তাহান্তে ৩০০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে। এ ছাড়া বক্স অফিসে বেশ কিছু দুর্দান্ত রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে বলিউড বাদশাহর পাঠান। দেখে নিন এমন ১৫টি বড় রেকর্ড, যা পাঠান মাত্র তিন দিনেই ভেঙে দিয়েছে। 

এ ছাড়া পিভিআর, আইনক্স, সিনেপোলিস ও ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনসহ ভারতের সব ধরনের থিয়েটারে প্রথম দুই দিনে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র এবং জার্মানি, মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশে ভারতীয় চলচ্চিত্র হিসেবে প্রথম দিনের আয়ে আগের সব রেকর্ড ভেঙেছে পাঠান। বক্স অফিসের বড় ১৫টি রেকর্ডসহ মাত্র দুই দিনেই মোট ৭৫টি রেকর্ড নিজের নামের পাশে করে নিয়েছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহ শেষে বলিউডের বেশির ভাগ বক্স অফিস রেকর্ডই থাকবে পাঠান শাহরুখের ঝুলিতে। শাহরুখ ভক্তদের প্রত্যাশাও সেটাই। দেখা যাক, কোথায় গিয়ে থামে এই পাঠান ঝড়!

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠান   ঝোরো   সব রেকর্ড ভেঙেছে পাঠান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত