রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে হেরোইন সহ মোঃ রাসেল বেপারী (২৩) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত রাসের জেলা সদরের কাজীকান্দা এলাকার মোঃ মুক্তার বেপারীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, রবিবার (২৯ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে জেলা সদরের নুরপুর এলাকার আবুল হোসেনের মুদি দোকানের সামনে থেকে মো. রাসেল কে অনুমান ৫০হাজার টাকা মূল্যের ৫০ পুড়িয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আসাদুজ্জামান বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
-বাবু/এ.এস