বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
দিনের প্রথম ম্যাচে ঢাকার সংগ্রহ ১৪৪
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:৩৩ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলের) দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স এবং ঢাকা ডমিনেটরস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান। দলের হয়ে সর্বোচ্চ রান ৭৩ করে অপরাজিত থাকেন উসমান খান। রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমারজাই।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকা দলের। দলের দুই ওপেনার মিজানুর রহমান এবং সৌম্য সরকার কেউই পাননি বড় রান। এরপর এ্যালেক্স ব্লেককেও হারিয়ে রান ক্ষরায় ধুঁকতে থাকে দলটি। সেই চাপ সামলে নেন মোহাম্মদ মিঠুন এবং উসমান। তবে মিঠুনও এদিন বেশি দূর আগাতে পারেননি, ফিরেছেন ১৫ রান করে।

তখনও এক প্রান্ত আগলে রেখে খেলে চলছিলেন উসমান। শেষ দিকে অধিনায়ক নাসির দ্রুত কিছু রান তুলেন। তবে ব্যক্তিগত ২৯ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন।  শেষ ২ বলে উসমানের ২ ছক্কায় দলীয় রান গিয়ে থামে ১৪৪-এ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত