বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ইউক্রেনের রাষ্ট্রদূতকে ইরানের তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ PM
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টার মন্তব্যের পর এই তলব করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকের টুইটেই এই ঘটনার সূত্রপাত।  ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করে হামলা করা হচ্ছে তেমন অভিযোগ কিয়েভ বহুদিন থেকে করে আসছে। এবার ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলার খবরের পর পোদোলিয়াক দুই ঘটনা এক সূত্রে গাঁথা বলেই দাবি করেছেন।

ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা লিখেছেন, ‌‌‌‘বিস্ফোরক রাত দেখল ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে।’ তিনি আরও যোগ করেন, ‘আপনাদের সতর্ক করলাম।’ যদিও রাষ্ট্রীয়ভাবে ইউক্রেন এই কথার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

এই হামলার জন্য ইরান রাষ্ট্রীয়ভাবে সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইউক্রেনের এই মন্তব্যকেও ভালোভাবে নেয়নি তেহরান।

 সূত্র: আল জাজিরা

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত