বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
ভেড়ামারায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:১৪ PM
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় আধুনিক ড্রেন নির্মাণের লক্ষে মঙ্গলবার ও সোমবার ২দিন দক্ষিণ রেলগেট থেকে হিসনা নদী পর্যন্ত রাস্তার পাশে ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত দেয়াল, স্থাপনা ও ইমারত উচ্ছেদ করে। অবৈধ দখলদারদের তাদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার নোর্টিশ ও মাইর্কিং করে পৌর কর্তৃপক্ষ। নির্ধারিত সময় শেষ হওয়ার পরে অভিযান শুরু করে। 

এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাঁরা জানান, যেসব স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। দীর্ঘদিন ধরে সড়কের পাশের ড্রেনটি বেহাল অবস্থায় থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রসস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি।

অভিযান চলাকালিন সময় পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, প্যানেল মেয়র নাইমুল হক, কাউন্সিলর সোলাইমান হোসেনসহ কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন। পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, অবৈধ দখলদারদের পরপর তিনবার নোর্টিশ দেওয়া হয়েছে এবং মাইকিং করা হয়। তারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই অভিযান চালানো হয়েছে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভেড়ামার   অবৈধ   স্থাপনা   উচ্ছেদ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত