মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বরিশালকে হারিয়ে ঢাকার চমক
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:০৯ PM
৯ ম্যাচের মধ্যে ৭ টাই হেরেছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস। এমন পরিস্থিতিতে মঙ্গলবার শক্তিশালী বরিশালের মুখোমুখি হয়েছে দলটি। খেলা শুরুর আগে অনুমিত ছিল, খুব সহজেই হয়তো ঢাকাকে হারিয়ে দেবে বরিশাল। কিন্তু মাঠে নেমে সেই ধারণাকে একদমই পাল্টে দিলেন মিথুন-সৌম্যরা। সাকিব আল হাসানদের বিধ্বস্ত করে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। শুরুতে ব্যাট করে এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৫৬ রান করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ আগালো ঢাকা ডমিনেটরস। খুলনাকে টপকে এখন টেবিলের পাঁচ নম্বরে আছে ঢাকার দলটি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকছে বরিশাল। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বরিশালের। ১৫ রানে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। এরপর বরিশাল শিবিরে বড় ধাক্কাটা দেন মুক্তার আলি। সাকিব আল হাসানকে ৫ রানেই প্যাভিলিয়নে ফেরান এই পেসার। চার এবং পাঁচে ব্যাট করতে নামা ইব্রাহিম জাদরান এবং ইফতেখার আহমেদও ফিরেছেন দ্রুতই। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বরিশালকে পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ এবং এনামুল বিজয়। তবে ব্যক্তিগত ৪২ রানে বিজয় ফেরার পর ৩৯ রানে ফেরেন রিয়াদও।

সালমান হোসেন আজ রান বড় করতে পারেননি, ফিরেছেন ১৪ রানে। শেষের দিকে করিম জানাতের ৫ বলে ১৭ রানে ভর করে বরিশাল তাদের স্কোরবোর্ড যোগ করে ১৫৬ রান। লক্ষ্য তাড়ায় নেমে সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনের ব্যাটে দুর্দান্ত শুরু পায় বরিশাল। ওপেনিং জুটি থেকে আসে ৭৪ রান। ৩৭ রানের দারুণ ইনিংস খেলে সৌম্য ফেরেন করিম জানাতের বলে। পার্টনার ফিরলেও ফিফটি তুলে নেন মিথুন। ৬ বলে ৫ রান করে তিনি যখন ফেরেন তখন জয় অনেকটাই হাতের নাগালে। 

শেষদিকে ঢাকা আরও তিনটি উইকেট হারালেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক নাসির হোসেন। ১৬ বলে ২০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বরিশালকে   হারিয়ে   ঢাকার   চমক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত