বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: জেলা প্রশাসক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫১ PM

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল - আশুগঞ্জ) আসনের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

বুধবার বেলা ১২টার দিকে শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় উপনির্বাচনের মাঠে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বললে, উপ নির্বাচনের পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে সরাইল- আশুগঞ্জ আসনের উপ নির্বাচনে ২০ টি কেন্দ্র পুলিশ সুপারকে নিয়ে পরিদর্শন করে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মেঘলা আবহাওয়া কেটে গেলে  দিন শেষে আশা করি ভোটারের উপস্থিতি বাড়বে। এ পর্যন্ত কোন অভিযোগ নেই।  দিনের শুরুকে দুএকটি ইভিএম এ সমস্যা ছিল, এখন এগুলি সচল ও স্বাভাবিক রয়েছে  এবং সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমএর মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার (কলারছড়ি), জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি)।

তবে নির্বাচনে আওয়ামীলীগ এ আসনটিকে উন্মুক্ত ঘোষণা করায় তাদের দলীয় কোনো প্রার্থী নেই। এদিকে বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করছে তার পরিবার।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং জিল্লুর রহমান বলেন, ভোটারদের উপস্থিতি কমই দেখা যাচ্ছে। দুই উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৩ হাজার ৩১৯ জন।  নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ১৭টি ইউনিয়নে ১৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত