সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
এখনো কি তারা গুনছে, ছোট্ট সেই পারজান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ AM আপডেট: ০৫.০২.২০২৩ ১০:২০ AM
প্রায় পঁচিশ বছর আগে মুক্তি পায় শাহরুখ-কাজল অভিনীত জনপ্রিয় ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। এটি বক্স-অফিসের সর্বকালের সেরা ব্যবসা সফল ছবিগুলোর একটি। বছর গড়িয়েছে ঠিকই কিন্তু সিনেমা মুক্তির এত বছর পরেও, এখনও সিনেমা প্রেমীদের মনের মণিকোঠায় রয়েছে সিনেমাটি।

সিনেমা মুক্তির পর প্রত্যেকটি চরিত্রই সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে গেছে। শাহরুখ-কাজল ছাড়া আরও একজনের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। পর্দার সেই ছোট্ট পাঞ্জাবি সর্দার পারজান দস্তুর। যিনি সারা রাত হাতের কর দিয়ে আকাশের তারা গুনতো।

সম্প্রতি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই দৃশ্যগুলোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পিন পোস্ট করে রেখেছেন তিনি। তবে ছবিতে শাহরুখের কোলে থাকা সেই পারজান এখন আর ছোট নেই। বছর দুয়েক আগে গাঁটছড়াও বেঁধেছেন তিনি।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ছোট্ট সেই পারজান। ক্যাপশনে লিখেছেন, যখন পাঠানের সঙ্গে পারজানের সাক্ষাৎ। ইতোমধ্যে পোস্টটিকে ঘিরে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। সবার একটাই প্রশ্ন, এখনও কি আকাশের তারা গুনছ তুমি?

বর্তমানে ক্যামেরার পেছনে কাজ করছেন পারজান। ইতোমধ্যে সহকারী পরিচালক হিসেবে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। শিশু শিল্পী হিসেবে পারজানের উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে, ‘জুবেইদা’,‘তুস্যি যা রাহে হো...তুস্যি না যাও’, ‘কহো না প্যায়ার হ্যয়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মহব্বতে’, ‘হাম তুম’ ইত্যাদি। ছবিগুলোতে অভিনয়ের জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছেন এই অভিনেতা।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পারজান   শাহরুখ-কাজল   কুছ কুছ হোতা হ্যায়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত