শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
বরিশালে নোঙ্গর করল গঙ্গা বিলাস
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১১ PM আপডেট: ০৯.০২.২০২৩ ১:১৯ PM
ভার‌তের বেনারস থে‌কে ছে‌ড়ে আসা বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন হয়ে বরিশাল নগরীর বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে জাহাজটি বরিশালে নোঙরের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা স্বাগত জানান ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের।

২৭ জন সুইজারল্যান্ড ও ১ জন জার্মান নাগরিক নিয়ে বর্তমানে বাংলাদেশের জলসীমানায় চলছে ৬২ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের এই প্রমোদতরী। তিনটি ডেকসহ ৫ তারকা মানের জাহাজটি ২৮টি বিলাসবহুল কামরার পাশাপাশি রয়েছে আধুনিক রেস্টুরেন্ট, বার ও স্পা সেন্টারসহ নানা সুযোগ সুবিধা।

এ সময় জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, ভারতের উত্তর প্রদেশের বেনারস থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে প্রমোদতরী গঙ্গা বিলাস। এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। এর অংশ হিসেবে দুইদিন বরিশালে থাকবেন তারা। এ সময় নগরীর অক্সফোর্ড মিশন গির্জা, ভাসমান বাজাসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখবেন তারা।

বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণাঞ্চলের পর্যটনখাতকে উন্নত করতে ভূমিকা রাখবে এ জাহাজ।

বাংলাদেশ আগের চেয়ে উন্নত হওয়ার পাশাপাশি পর্যটনখাতে সম্ভাবনা বেড়েছে বলে দাবি করেন জাহাজটিতে ভ্রমণে আসা বিদেশি পর্যটকরা। তারা বন্ধু ও আত্মীয়দের নিয়ে আবারও বাংলাদেশে ঘুরতে আসার আশা প্রকাশ করেন।

গঙ্গা বিলাসের মালিক রাজ সিং বলেন, প্রমোদতরী গঙ্গা বিলাস বাংলাদেশ ও ভারতের পর্যটনখাতে ব্যাপক ভূমিকা রাখবে। পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এ জাহাজে।

এদিকে জাহাজটিতে ভ্রমণ করা যাত্রীদের নৌপথে চলাচল নির্বিঘ্ন রাখতে সব ধরনের সহায়তার কথা জানায় বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

নিরাপত্তার পাশাপাশি বরিশালের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখাতে সহায়তার কথা জানান বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

১৩ জানুয়ারি ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদী প্রমোদতরী গঙ্গা বিলা‌সের যাত্রার উদ্বোধন ক‌রেন। আগামী ১৩ মার্চ প্রমোদতরীটি আসামের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে। এ ভ্রমণে ৫১ দিনে জনপ্রতি মোট ভাড়া আসবে ভারতীয় মুদ্রায় ১২ লাখ ৫৯ হাজার রুপি।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গঙ্গা বিলাস   বরিশাল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত