সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিয়েতে সিদ্ধার্থ-কিয়ারার সাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৬ PM
বিয়ের আসরে সিদ্ধার্থ-কিয়ারা

বিয়ের আসরে সিদ্ধার্থ-কিয়ারা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের আলোচিত জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তাদের বিয়ের আয়োজন, সাজ ও পোশাক কেমন হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানান গল্প। কেউ বলেছিলেন বিয়েতে সব্যসাচীর নকশা করা পোশাকই পরবেন বর-কনে। কেউ আবার মনিষ মালহোত্রার কথা বলেছেন।

ভারতের রাজস্থানের সূর্যগড় প্যালেসে মনিষ মালহোত্রার নকশা করা পোশাক পরেই বিয়ের পিঁড়িতে বসেন কিয়ারা-সিদ্ধার্থ। বিয়ের লেহেঙ্গায় গোলাপের পাপড়ির মতো স্নিগ্ধ রঙ বেছে নিয়েছিলেন কিয়ারা। গোলাপি অমব্রে লেহেঙ্গাটিতে সূক্ষ্ম এমব্রয়ডারি কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল রোমান স্থাপত্যের খুঁটিনাটি। গম্বুজ শহরের প্রতি নবদম্পতির বিশেষ ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত এই নকশা। সংবাদ মাধ্যমে মনিষ জানান, বিশেষ এই লেহেঙ্গায় ব্যবহার করা হয়েছে সোয়ারভস্কি ক্রিস্টাল।

লেহেঙ্গার সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ ও মিষ্টি গোলাপি স্বচ্ছ ওড়না। ওড়নার বর্ডারে নজর কেড়েছে এক শেড গাঢ় রঙের চমৎকার কারুকাজ।

স্নিগ্ধ সাজ-পোশাকে কিয়ারা

স্নিগ্ধ সাজ-পোশাকে কিয়ারা


কিয়ারার ঝলমলে গয়নাগুলো ছিল হীরা ও পান্নাখচিত। গয়নাগুলোর বিশেষত্বও আছে। নিখুঁতভাবে হাতে কাটা হয়েছে হীরা। দুর্লভ পান্নাগুলো জাম্বিয়া থেকে আনা। গলাজুড়ে চোকার স্টাইলের নেকলেসের পাশাপাশি নজর কেড়েছে কানের দুল, টিকলি ও চুড়ি। ওভাল আকৃতির হীরের আংটি ও ঐতিহ্যবাহী দুইরঙা চুর নকশা করে দিয়েছেন মৃণালিনী চন্দ্রা। অল্প কিছু কালো পুঁতির তৈরি সোনার মঙ্গলসূত্র গলায় পরেছিলেন কিয়ারা।

কনে কিয়ারার সাজেও ছিল স্নিগ্ধতা। টান টান করে বেঁধে চুল খোঁপায় আটকেছিলেন তিনি। খোঁপা সাজিয়েছেন গোলাপের থোকায়। মেকআপে ধরে রেখেছেন ন্যাচারাল টোন। কপালে ছিল ছোট্ট টিপ।

বর সিদ্ধার্থও পরেছিলেন মনিষ মালহোত্রার নকশা করা পোশাক। মেটালিক গোল্ড শেরওয়ানির সঙ্গে জমকালো পাগড়ি পরেছিলেন তিনি। আইভরি সুতা ও সোনারঙা জারদৌসির সূক্ষ্ম কারুকাজ ছিল শেরওয়ানি জুড়ে। পাশাপাশি সোনার পাতের ওপরে আনকাট হীরা বসানো পোলকি ঘরানার মালা ও ব্রেসলেট পরেছিলেন বর সিদ্ধার্থ।

বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত