শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিএসএমএমইউ ভিসি
রোবটিক্স সার্জারি চালু এখন সময়ের দাবি
কামাল হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৭ PM
শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নয়, দেশের সকল হাসপাতালে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএমএমইউ এগিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে দেশে রোবটিক্স সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলা সময়ের দাবি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সিম্পোজিয়ামে এসব কথা বলেন তিনি। এদিন রোবটিক্স সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চায়না ইউনিভার্সিটি হসপিটালের সঙ্গে লাইভ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

সেখানে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে আমাদের সকলকে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিকে কাজে লাগাতে চায়না ইউনিভার্সিটি হসপিটাল, তাইওয়ান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 

সিম্পোজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিটি অফিসের পরিচালক অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, চায়না ইউনিভার্সিটি হসপিটালের ইন্টান্যাশনাল সেন্টারের ডিরেক্টর ডা. কাই চেং সু, ডেপুটি ডিরেক্টর ড. হেন ওই সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিএসএমএমইউয়ের মানব সম্পদ বিভাগের ইনচার্জ অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী। 

সিম্পোজিয়ামে অন্য বক্তারা রোবটিক্স সার্জারি চালুসহ স্মার্ট হাসপাতাল গড়ে তুলতে রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, দক্ষ জনবল গড়ে তোলা, প্রয়োজনীয় প্রযুক্তির যোগান নিশ্চিত করা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন। 

সিম্পোজিয়ামে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ছাড়াও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   রোবটিক্স   সার্জারি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত