শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
হাতিরঝিলে ৩০০ হাঁস অবমুক্ত করল রাজউক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২১ PM

জীববৈচিত্র্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে হাতিরঝিলে পর্যায়ক্রমে ৫ হাজার হাঁস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ প্লাজা সংলগ্ন হাতিরঝিল অংশের দ্বীপে ৩০০টি হাঁস অবমুক্ত করে সংস্থাটি।


এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, হাঁস ছাড়ার প্রধান উদ্দেশ্য হাতিরঝিলের সৌন্দর্যবর্ধন। যারা হাতিরঝিলে ঘুরতে আসবেন, কিংবা নৌকায় চলাচল করেন, তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন।


তিনি বলেন, হাঁস রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পানির দুর্গন্ধ দূরীকরণসহ হাতিরঝিলে এ ধরনের আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে হাতিরঝিলে পাঁচ হাজার হাঁস ছাড়ার উদ্যোগ নিয়েছে রাজউক। এসব হাঁস দেখভালের জন্য জনবলও নিয়োগ দেওয়া হবে।


রাজউক চেয়ারম্যান বলেন, হাঁসের যত্ন নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি কর্মী। পরিচ্ছন্নতা ও নিরাপত্তারক্ষীরাও থাকবে। তৈরি করা হয়েছে হাঁসের জন্য উপযোগী ঘর।  


বাবু/এসআর 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাতিরঝিল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত