বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভালোবাসার ফুল'
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪১ PM
মুক্তি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভালোবাসার ফুল'। মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে উদীয়মান তরুণ অভিনেতা কাওসার আহম্মেদ রিপনের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, এসময়ে তরুণ নির্মাতা মাহাবুবুর রহমান শোভন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তামান্না আমান মিষ্টি, আব্দুল আলিম মৃধা, তৌহিদ মির্জা। এছাড়াও শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছে, অন্তর ও রুদ্র।

নির্মাতা মাহাবুবুর রহমান শোভন বলেন, মাতৃভাষা দিবস আমাদের বাঙালির কাছে গর্বের বিষয়।  মাতৃভাষা আন্দোলন কেন্দ্রিক গল্পটা পুরপুরি ভিন্নমাত্রার যা দর্শক না-দেখলে কখনোই বুঝতে পারবে না। ভাষা আন্দোলনের আবেগকে বর্তমান তরুণদের কাছে আরও সমৃদ্ধি করতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ কাজ করবে। 

শোভন বলেন, আমার কাছে আমার চলচ্চিত্র সন্তানের মতো। অনেক যত্ন করে বানানোর চেষ্টা করেছি। আমার সহকর্মীরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। তাদের কঠোর পরিশ্রমের ফলেই এই নির্মাণ সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি।

সিনেওয়ালা প্রডাকশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বল্পদৈর্ঘ্য   চলচ্চিত্র   ভালোবাসার ফুল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত