শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
সবার প্রার্থনায় আমার ছেলেকে রাখুন: বিশ্বজিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৯ AM
কানাডার টরন্টো শহরে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে আইসিইউতে ভর্তি আছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র পুত্র নিবিড়। দুর্ঘটনাকালে তার সঙ্গে আরো তিনজন বন্ধু ছিল। তিনজনই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সবার প্রার্থনায় ছেলে নিবিড়ের জন্য দোয়া চেয়েছেন বিশ্বজিৎ।

গত ১৩ ফেব্রুয়ারি কানাডার টরন্টো শহরে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান নিবিড় এবং তার তিন বন্ধু আরিয়ান দীপ্ত , শাহরিয়ার খান মাহির ও এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় প্রাণ হারান নিবিড়ের তিন বন্ধু আরিয়ান, মাহির ও শ্রেয়া। আর বিশ্বজিৎ পুত্র নিবিড় বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে কুমার বিশ্বজিৎ একমাত্র সন্তান নিবিড়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একইসঙ্গে নিবিড়ের নিহত তিন বন্ধুর আত্মার শান্তি কামনা করেন। পোস্টে তিনি লেখেন, ‘নিবিড়ের মতো বাকি তিনজনকেও আমি সন্তানই মনে করি। তারা আমার পরিবারেরই অংশ। তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক ছিল বন্ধুতুল্য। আমি মেনে নিতে পারছি না, তারা নেই। সন্তান হিসেবেই তাদের স্মৃতি আমার হৃদয়ে থাকবে চিরজাগ্রত।’

পোস্টে তিনি আরো লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি তিনি যেন আমাকে ও আমার পরিবারের প্রতি দয়াপরবশ হয়ে আমার নিবিড়কে আমাদের কাছে ফিরিয়ে দেন। নিবিড় এখনো আইসিইউতে শয্যাশায়ী।’ 

আকস্মিক এ ঘটনায় কুমার বিশ্বজিৎ মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত বলেও পোস্টে উল্লেখ করেন। তিনি তার সব বন্ধু, পরিচিতজন এবং ভক্তদের কাছে ছেলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেন।  

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   প্রার্থনা   বিশ্বজিত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত