সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন আলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২১ AM আপডেট: ২৩.০২.২০২৩ ৯:২৪ AM
সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয়ের জন্য এ বছর সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আলিয়া ভাট। ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পান এ বলিউড অভিনেত্রী।

সোমবার (২০ ফ্রেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির বড় বড় সব অভিনেতা-অভিনেত্রীরা।

বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুপম খের, দুলকার সালমান, ঋষভ শেঠিসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট ও রেখা। একসঙ্গে রেড কার্পেটে ক্যামেরাবন্দী হয়েছেন দুই তারকা।

গত বছর সঞ্জয় লীলা বানশালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আলিয়া। অন্যদিকে রেখা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। রেখা আর আলিয়া একে অপরের মুখোমুখি হতেই জড়িয়ে ধরেন দুজনকে। সেইসঙ্গে আলিয়ার গালে হালকা চুম্বন দেন রেখা।

বলিউডের দুই সুন্দরীর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার এক অন্য মাত্রা যোগ করেছে। উপস্থিত সাংবাদিকদের সামনে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন দুজনে।সামনে আলিয়া ভাটকে করন জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিনেমা    ফালক   আলিয়া     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত