মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ধানমন্ডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪১ PM
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সে বিভিন্ন অনলাইনে জুয়া খেলত এবং নেশা করত। সে একজন গাড়িচালক ছিল। প্রাথমিকভাবে তার মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ধানমন্ডি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত