সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
শামীমের কথায় কৃষ্ণার ‘প্রবাস যেন জেলখানা’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৪ PM
নতুন গান নিয়ে হাজির হলেন ক্রীড়া সাংবাদিক শামীম হোসেন। এবার তার কথা ও সুরে ‘প্রবাস যেন জেলখানা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে খুদে শিল্পী কৃষ্ণা বারই। সংগীতায়োজনে ছিলেন রিয়েল আশিক। শনিবার দুপুরে মিলন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়। গানের ভিডিওতে মডেল হয়েছে শিল্পী নিজেই। মিলন খানের নির্দেশনায় ভিডিও ধারণ করেছেন এমকে মোশাররফ।

গীতিকার শামীম হোসেন বলেন, ‘প্রবাস যেন জেলখানা’ আমার চতুর্থ গান। আগের গানগুলোতে ভালো সাড়া পেয়েছি। এই গানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভাই-বোনদের উৎসর্গ করলাম। প্রত্যাশার চেয়ে অনেক ভালো গেয়েছে কৃষ্ণা। রিয়েল আশিক ভাই বরাবরই চমৎকার মিউজিক করেন। সবমিলিয়ে ভালো একটি গান আপনাদের উপহার দিতে পেরেছি। আশা করি, দর্শক-শ্রোতারা হতাশ হবেন না।

প্রথম গান নিয়ে খুদে শিল্পী কৃষ্ণার প্রতিক্রিয়া, এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অসংখ্য পুরস্কার জিতেছি। প্রথমবারের মতো আমার কণ্ঠের গান রেকর্ডিং হলো। খুবই খুশি। শামীম আংকেলের লেখা গানটি সবার পছন্দ হবে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন বড় শিল্পী হতে পারি।

‘প্রবাস যেন জেলখানা’ শামীমের লেখা চতুর্থ গান। এর আগে তার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু (দুঃখের ফেরিওয়ালা), ইমন খান (চিতার আগুন) এবং তৌহিদ ইসলাম ও জেবিনা তৌফা (মনটা করলে চুরি)।

সাংবাদিকতার পাশাপাশি শামীম নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনাসহ অভিনয়ও করেন। তার লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। তার উল্লেখযোগ্য কাজ হলো-‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ ইত্যাদি। এছাড়া তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রবাস   যেন   জেলখানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত