শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুনে দগ্ধ নারীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০০ AM

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর নাম সুখী আক্তার(২৫)। তার শরীরের ৯৫ শতাংশ অংশ দগ্ধ হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন। তিনি বলেন, ফতুল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় আমাদের এখানে পাঁচজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে সুখী আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখনো চারজন চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল (রোববার) দুপুর একটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুন ধরে যায়। এ ঘটনায় পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ ঘটনায় দগ্ধরা হলেন— মো. আল-আমিন (৩০), সুখী আক্তার (২৫), মো. রফিক (৩৫), আলেয়া বেগম (৬৫) ও মো. জামাল উদ্দিন (৪৫)। এর মধ্যে সুখী আক্তারের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্যাসলাইন লিকেজ   ফতুল্লা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত