শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
কেন্দুয়া জাতীয় পরিসংখ্যান দিবস পালন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৮ AM

"পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন" এই প্রতিপাদ্যের আলোকে  নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে উপজেলা জাতীয় পরিসংখ্যান দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী  আলোচনা সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।

সভাপতি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কাবেরী জালাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারায় তথ্য- উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বিবিএস স্বাধীনতা উত্তর-কাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে আসছে। এ প্রসঙ্গে ১৯৭৪ খ্রিস্টাব্দের আদমশুমারীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অমর উক্তি " যথাযথ উন্নয়নের জন্য নির্ভূল পরিসংখ্যান চাই"। বিবিএসকে তার কার্যক্রম পরিচালনায় সতত ক্রিয়াশীল ও জাগরুখ রাখবে বলে তিনি মনে করেন।

কেন্দুয়া উপজেলা পরিসংখ্যান সহকারী আরাফাত রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি।

এ সময়  বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, মো.বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান, আজিজুল ইসলাম, মো. আব্দুস ছালাম বাঙ্গালী, মো.সারোয়ার জাহান কাওসার, মো.শাহিন মিয়া, মো.লুৎফর রহমান ভূঁইয়া, কেন্দুয়া থানা  পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল আলম, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মো. আব্দুল মালেক, সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ সূধীজন উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত