রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২মার্চ) বিকালে সাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রয়াঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসলামপুর ওয়ার্ড আ.লীগ এর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আ.লীগ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, ইসলামপুর ইউনিয়ন আ.লীগ সাভাপতি বশির আহমেদ মিনু, আ.লীগ সিনিয়র সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, আ.লীগ সাধারণ সম্পাদক মো. ফারুক মন্ডল, আ.লীগ নেতা তৌহিদুল ইসলাম মোল্লা, কামরুজ্জামান রতন,মো. মজিবুর রহমান শেখ প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে কন্ঠ ভোটে ওয়ার্ড আ.লীগের পদপ্রত্যাশীদের নাম প্রস্তাব করা হয়।
বাবু/এসআর