সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কলমাকান্দার ইটভাটাগুলোতে নেই পরিবেশের ছাড়পত্র
শর্ত ছাড়াই পোড়ানো হচ্ছে ইট
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪:১৮ PM
কলমাকান্দার ইটভাটা নেই লাইসেন্স, পরিবেশ সংক্রান্ত ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে কয়েকটি ইটভাটা। প্রায় কয়েক বছর ধরে কলমাকান্দার ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেয়নি বা কোন নবায়ন করেনি। অন্যদিকে ইটভাটা চালানোর পূর্বশর্ত হচ্ছে পরিবেশের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের ছাড়পত্র না থাকলে কোন ইটভাটাই বৈধ নয়।

পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে বলা হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা জেলা প্রশাসনের সহযোগিতা ও পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং অভিযান পরিচালনা করছে। এর মধ্যে জরিমানা ও ইটভাটা উচ্ছেদসহ তা বন্ধ করা হচ্ছে।

তারা আরো জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইনের শর্ত অনুসরণ করে, সংশোধিত আইন অনুযায়ী কৃষি জমি আবাসিক বাণিজ্যিক পৌর এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাসপাতাল এলাকার ১ কি. মি. এর মধ্যে কোন ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এছাড়া ইট তৈরির মাটি মজাপুকুর খালবিল নদী হাওর পতিত জায়গা ছাড়া অন্য কোন জায়গা থেকে মাটি কাটা যাবে না।

সরেজমিনে দেখা যায়, ২০১৯ সালের সংশোধিত আইনে নবায়ন ছাড়পত্র শর্ত ও অনুমোদন ছাড়াই চলছে কলমাকান্দার ইটভাটাগুলো। যথা তথায় হতে মাটি কেটে নেওয়া হচ্ছে। ১ কি. মি. এর ভেতরেই স্থাপিত ইটভাটা, কোন কোন ইটভাটা মালিকদের সাথে কথা হলে তারা জানায়, তাদের সব ঠিক আছে, কিন্তু পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এ উপজেলায় ৮টি ইটভাটা রয়েছে। কোনটিরই কোন পরিবেশ ছাড়পত্র নেই, অথবা নবায়ন করাও হয়নি। মাঝে মাঝে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং অভিযান পরিচালনা করে দু'একটি ইটভাটায় জরিমানা করে কিন্তু পরক্ষনেই চলতে দেখা যায় ওই ইটভাটাগুলো।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কলমাকান্দা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত