শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ঘাটাইলে জমি নিয়ে বিরোধ: এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযাগ
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১১:৩০ PM

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে প্রতিবেশী কহিনুর মিয়ার জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরাধ চলে আসছিল। আজ বুধবার সন্ধার দিকে একই গ্রামের বায়জিদ, তারা মিয়া ও ইসমাইল কহিনুরকে ডেকে বায়জিদের বাড়িতে নিয়ে আসে।  এর পর বায়জিদের বাড়িতে কহিনূর আসলে সামি চৌধুরীসহ কহিনূরের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তজিত হয়ে তাদের মধ্যে হাতাহাতির  ঘটনা ঘটে। এতে তিনি অসুস্থ  হয়ে পড়লে স্থানীয়রা  তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজার সহকারী ডাক্তার হাফিজ উদ্দিনের নিকট নিয়ে যায়। কহিনূরের বুকে চাপ অনুভব করায় তাকে ইসিজি করার পরামর্শ দেন এবং  পরে তাকে আশঙ্কাজনক অবস্থায়  ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হাসান জানান, অটারিক্সা যোগে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা  ধলাপাড়া বাজারে নিয়ে যেতে দেখি। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। দুই পক্ষের মধ্য ঝগড়া বিবাদের কথা শুনছি। তবে ঘটনাটি হত্যা কিনা তা সঠিক বলতে পারবো না।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ঘটনায় কহিনূর নামে এক ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত কোন লিখিত অভিযাগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত