মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
মেয়ের কাছে ২৫ বছর পরের প্রত্যাশা জানালেন আলিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৯:২৪ AM
কাপুর পরিবারের নতুন সদস্য রাহা কাপুর। বয়স চার মাস। কিন্তু তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই। আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা। সবে ছোট রাহা হাসতে শিখেছে। সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে এসে নিজেই সে কথা জানিয়েছিলেন রণবীর। মেয়ের দায়িত্ব স্বামী-স্ত্রী ভাগাভাগি করে নিয়েছেন। কখনও রণবীর দেখভাল করেন, কখনও গোটা সময়টাই আলিয়ার দায়িত্বে থাকে রাহা। সন্তানের জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন রণবীর-ঘরনি। ইতোমধ্যে কাজে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে ছোট রাহাকে নিয়ে রয়েছে অনেক স্বপ্ন। মেয়ের যখন পঁচিশ বছর বয়স হবে, তখন রাহার কাছে কী কী চাহিদা থাকবে জানালেন আলিয়া অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি আশা করব জীবনের ওই পর্যায়ে ও খুশিতে থাকবে, আনন্দে থাকবে। নিজেকে ভালবাসতে শিখবে, নিশ্চয়ই অন্য কারও প্রেমে পড়বে। তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার সঙ্গে এখন যতটা সময় কাটায়, তখনও ঠিক ততটাই সময় দেবে আমাকে।”

সম্প্রতি আলিয়া কেমন মায়ের দায়িত্ব সামলাচ্ছেন সেই প্রসঙ্গে মুখ খোলেন রণবীর। তার কথায়, “আলিয়া ভাল স্ত্রী কিন্তু আরও ভাল মা।” তবে রাহা মায়ের মতো হোক, একেবারেই চান না অভিনেতা। তার দাবি, আলিয়ার মতো রূপ হোক, কিন্তু স্বভাবে নিজের মতো হোক। আলিয়ার ব্যক্তিত্ব যেমন রয়েছে, তেমনই ছটফটে মেয়ে হলে সামাল দিতে বেগ পেতে হবে বলেই আশঙ্কা রণবীরের।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আলিয়া    রণবীর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত