সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
একদিনের কামাই তরমুজ কিনতেই শেষ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:১৭ PM
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের রসালো ফল তরমুজ। মৌসুমের শুরুতে এ ফল ক্রেতাদের আকর্ষণ করলেও বেশি দামের কারণে কিনতে গিয়ে হোঁচট খাচ্ছে অনেকে। সাধ্যের মধ্যে না থাকায় কেউ কেউ তরমুজ না কিনে ফিরে যাচ্ছেন খালি হাতে। 

জানা গেছে, আদমদীঘি ও সান্তাহারসহ বিভিন্ন হাট-বাজারে যেসব তরমুজ পাওয়া যাচ্ছে সেগুলো বরিশাল ও ভোলা থেকে আনা হয়েছে। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। এখন বাজারে সবুজ রঙের বংলালিংক তরমুজের তুলনায় কালো রঙের তরমুজ বেশি রয়েছে। বিক্রেতারা বলছে কালো এ তরমুজের ভেতরটা টকটকে লাল এবং খেতে দারুণ মিষ্টি।

আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকার তরমুজ বিক্রেতা সুমন হোসেন ও রানা বলেন, বর্তমানে সব জিনিসের দাম বেশি। তাই তরমুজের দামও বেশি। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু কম। এখন বাজারে তরমুজ নতুন আসছে। মাল আমদানি বেশি হলেই দাম কমে যাবে। আমরা যে তরমুজ বিক্রি করছি সেগুলো বরিশাল থেকে আনা। তবে একটু বেশি হওয়ায় কেনাবেচা কম হচ্ছে। 

তরমুজ কিনতে আসা তেঁতুলিয়া গ্রামের ইয়াছিন আলী বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা লাগবে। একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা খুব কঠিন। তরমুজের দাম ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলে ভালো হতো। তরমুজ কিনতে আসা ভ্যান চালক আনিছুর রহমান বলেন, বাড়িতে ছয়জন মানুষ। একটা বড় তরমুজ কিনতে গেলে ৫০০ টাকা লাগে। একদিনের কামাই তরমুজ কিনতেই শেষ হয়। এজন্য তরমুজ না কিনেই ফিরে যাচ্ছি।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তরমুজ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত