সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মার্তিনেজের গ্লাভস বিক্রি হল ৪৭ লাখ টাকায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১২:৪৭ PM আপডেট: ১১.০৩.২০২৩ ১২:৫১ PM
কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় এমিলিয়ানো মার্তিনেজের হাতে থাকা গ্লাভস জোড়া এবার নিলামে বিক্রি করা হয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় ‘গোল্ডেন গ্লাভস’জয়ী মার্তিনেজ তার হাতের মূল্যবান ও স্মৃতিময় গ্লাভস জোড়া নিলামে তুলেছিলেন।

গতকাল শুক্রবার মার্তিনেজের গ্লাভস নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা। এই অর্থ পাবে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ড। 

নিলামের সময় মার্তিনেজ বলেছেন, ‘বিশ্বকাপের গ্লাভস দান করে সাহায্যের সুযোগ পাওয়ায় আর দ্বিধা করিনি। কারণ এতে বাচ্চাদের উপকার হবে।’ 
গত ফেব্রুয়ারিতে গ্লাভস জোড়া নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মার্তিনেজ। তখন সেই গ্লাভসে অটোগ্রাফও দেন। 

মার্তিনেজ আরও বলেছেন, ‘বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন হয় না, তাই গ্লাভস জোড়া বিশেষ কিছু। কিন্তু আমার ঘরে এটা ঝুলে থাকার চেয়ে শিশুদের বেশি সাহায্য করবে সেটাই ভালো।’


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলা   ফুটবল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত