ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা রোববার সকালে প্রয়াত রাশেদুল ইসলাম হল রুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এমপি।
উপজেলা সহকারি কমিশনার ভ’মি হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আবদুল্লাাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
বাবু/ এনবি