রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রমজানে ইতিকাফ, ইফতার নিয়ে বিশেষ নির্দেশনা সৌদি আরবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১:৪০ PM
চলতি বছর রমজানে ইবাদত পালনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এর মধ্যে মসজিদে লাউডস্পিকারের সংখ্যা হ্রাস, শেষ ১০ দিন ইতিকাফকারীদের ওপর নজরদারী ও মসজিদে নামাজের ছবি তোলা ও নামাজের লাইভ সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশনাও রয়েছে।

শুক্রবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখের বরাতে এ খবর জানায় মিডল ইস্ট মনিটর।


এই নির্দেশনার মধ্যে রয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ইমাম ও মুয়াজ্জিন মসজিদে অনুপস্থিত থাকতে পারবেন না। এবং তারাবি নামাজ দীর্ঘ করা যাবে না। এছাড়া রমজানের শেষ ১০  দিন ফজর আজানের আগেই তাহাজ্জুদ শেষ করতে হবে, যাতে ফজর নামাজ পড়তে আসা মুসল্লিদের সমস্যা না হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নামাজ আদায়ের সময় ইমাম এবং মুসল্লিদের ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহার করা যাবে না। সবধরনের মিডিয়ায় নামাজের সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে মসজিদে ইতিকাফের অনুমোদন দেবেন ইমাম এবং তিনিই ইতিকাফকারীদের তথ্য জানার দায়িত্ব পালন করবেন।

মসজিদে ইফতারের জন্য মুসল্লিদের থেকে আর্থিক অনুদান সংগ্রহ থেকেও নিষেধ করা হয়েছে মন্ত্রণায়লের পক্ষ থেকে। ইফতার এবং এজাতীয় আয়োজনের জন্য মসজিদের ভেতরের জায়গার পরিবর্তে বাহিরের জায়গা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসব আয়োজন ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্বে পরিচালনার কথা বলা হয়েছে।



মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরোপ করা বিতর্কিত নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, চলতি ও গত বছরের ধারাবাহিকতায় আজানের জন্য ব্যবহার করা লাউডস্পিকার ও ভলিউম সীমাবদ্ধ রাখা। এর পাশাপাশি মসজিদে নামাজ এবং তেলাওয়াতেও সীমাবদ্ধতা রাখা হয়েছে এবং অভিভাবকের সঙ্গে শিশুদের নামাজে নিয়ে আসার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

সৌদি আরবের এমন সিদ্ধান্তে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মুসলিম দেশ।

তবে এই সিদ্ধান্তে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন সৌদি মন্ত্রণালয়ের মুখপাত্র, আবদুল্লাহ আল-আনাজি। তিনি আল-সৌদিয়া চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘মন্ত্রণালয় মসজিদে ইফতার করতে বাধা দিচ্ছে না, বরং আয়োজনটি সুশৃঙ্খলভাবে পালন করতে ও মসজিদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।’

নামাজের ছবি তোলা ও সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তিনি বলেন,‘ইমামদের ওপর অবিশ্বাসের কারণে এ নিয়ম জারি করা হয়নি বরং ইমামদের বক্তব্যে অনিচ্ছাকৃত ভুল এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সূত্র :  মিডল ইস্ট মনিটর

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত