শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
শনিবার ২৬ জুলাই ২০২৫
ডিমলায় রাত পোহালেই ইউপি উপনির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:৪৪ PM আপডেট: ১৫.০৩.২০২৩ ৩:৪৬ PM

ইভিএম মেশিন প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করছেন সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ডিমলা ইউনিয়ন পরিষদ উপ-নিবার্চন/২০২৩ মো: রবিউল আলম।

রাত পোহালেই নীলফামারী জেলার ডিমলা উপজেলা সদর ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) উপজেলা নির্বাচন অফিস থেকে ইভিএম মেশিন ও সব সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থী বাছাই করবেন।

জানা যায়, ভোটের দিন সকালে ডিমলা সদর ইউনিয়নে ১৬টি কেন্দ্রে ১১৪টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করবেন। এ ইউনিয়নে মোট ভোটারসংখ্যা রয়েছেন ৩৬ হাজার ৩শত ৫৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৮ হাজার ৩১০ জন ও মহিলা ভোটার রয়েছেন ১৮ হাজার ৪৮ জন। কেন্দ্র অনুযায়ী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪ জন।  

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত