স্বরূপকাঠিতে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এ সভায় অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম, সাংবাদিক কাওসার তালুকদার, শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা, পুলিশের এসআই মো.আ.রহিম, শিক্ষক শেখ নুরুল আমিন, সীমা রানী হালদার প্রমুখ।
বাবু/ এনবি