মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
নীলফামারীতে লাখ ভক্তের হৃদয় ছুঁয়েছে ফেরদৌস-অপু
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫:১১ PM
নীলফামারী বড় মাঠে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে লক্ষাধিক ভক্তের হৃদয়ে ছুঁয়েছে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাদের নাচের তালে তাল মিলিয়ে নেচেছেন ভক্তরা। এ ছাড়া মঞ্চে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদ সংগীত পরিবেশন করেন।

শনিবার (১৮ মার্চ) রাত ৯টার পরে বড়মাঠে মন মাতানো পারফরম্যান্স করেন তারা। এ সময় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড লালনের শিল্পী সুমি।

দেওয়ান কামাল আহম্মেদ নীলফামারী পৌরসভায় টানা ৬ বার মেয়র নির্বাচিত ও পুনরায় বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা দেয় জেলাবাসী।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম ডি জোনাব আলী  জানিয়েছেন, একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান হয়েছে। এত মানুষ হবে চিন্তা ভাবিনি। ৷ দেড়-দুই লাখ মানুষের চাপ সামাল দিতে ভিআইপি ও অতিথি চেয়ারগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন , যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক ছিল।  বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ব্যাপক কাজ করেছে। এছাড়া গোয়েন্দা নজরদারিও ছিল জোরদার।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নীলফামারী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত