মুজিববর্ষে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় লাললমনিরহাটের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৫০ টি, দ্বিতীয় পর্যায়ে ২৫০টি ও তৃতীয় পর্যায়ে ২২৫টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তরের পর এবার চতুর্থ পর্যায়ে ১৬৮ জন গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর।
২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রায়ন-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে এসব উপকারভোগীদের মাঝে দুই শতক জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এসময় ভার্চ্যুয়াল বক্তব্য রাখবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
জানা গেছে, এরিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের নিবিড় তদারকি ও প্রকল্প বাস্তবায়ন (পিআইও) ফেরদৌস আহমেদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ওই ১৬৮ টি ঘরের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও ভুমিহীন বা গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলায় ইতোমধ্যে টি গৃহ নির্মাণ
করা হয়েছে। চতুর্থ পর্যায়ের ১৬৮ টি পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। যা আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করবে। প্রতিটি গৃহে দুটি বেডরুম, একটি বারান্দা, একটি রান্নাঘর ও একটি টয়লেট রয়েছে।
উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকার ভূমিহীন আনোযারা বেগমের মতো উপজেলার সকল গৃহহীন পরিবার ঘর পেয়ে অনেক খুশি। তারা বলেন, টাকা পয়সা ছাড়া সরকার থেকে ঘর পাব এমন আশা কখনও করিনি। এজন্য আল্লাহর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। এমন মহতী উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাবু/ এনবি