বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
রংপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:৫৪ PM আপডেট: ২১.০৩.২০২৩ ৯:০৭ PM
প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাফিজারস্যার শিশু নিকেতন বিদ্যালয় মাঠে অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও দর্শকদের উপভোগ্য খেলাধুলা, “যেমন খুশি তেমন সাজোসহ” সার্বিক বিষয়ে আনন্দের ভিন্নমাত্রা যোগ করেছে। 

মঙ্গলবার (২১শে মার্চ) রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে হাফিজারস্যার শিশু নিকেতন বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে হাফিজার স্যার শিশু নিকেতনের প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: ইদ্রিস আলী মন্ডল। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন কর্মী এবং হাফিজার স্যারের বড় ছেলে জুলফিকার আলী জুয়েল।  মিঠাপুকুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান আসাদ। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হযরত আলীসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতায় ২০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ঝুড়িতে বল নিক্ষেপ, ১০০ মিটার থেকে ৫০০ মিটার দৌড় প্রতিযোগিতা, আমন্ত্রিত মহিলাদের জন্য বালিশ খেলাসহ অনুষ্ঠানটি ছিল বিশেষ উপভোগ্য। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুল সংখ্যক দর্শক। 

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। তাছাড়া প্রাথমিক পর্যায়ের বৃত্তিপ্রাপ্তদের ও পুরস্কৃত করা হয়েছে। বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
 
এ সময় অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।
 
বিদ্যালয়টির  বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।

বাবু/এনএইচ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ক্রীড়া প্রতিযোগিতা   রংপুর   পুরস্কার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত