‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন দ্যা বিজনেস পোস্টের নিজস্ব প্রতিবেদক শাহীন হাওলাদার। বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণে বিশেষ অবদান রাখার স্বীকৃতস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
১৮ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রনালয়ের সচিব এইচ ই আবদুল্লাহ আহমেদ সালেহ এর হাত থেকে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ডের প্রেসিডেন্ট দিবাকার আরিয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্য দ্যা এ্যাফেয়ারস (হেড অব মিশন) সীন মারফি, নরওয়ের এ্যাম্বাসির মিনিস্টার কাউন্সেলর ট্রনস এইচ গ্লোম্যান্স রুডি, ইউএই'র ইউক্রেনের রাষ্ট্রদূত দিমিত্র সেনিক, কিউবার রাষ্ট্রদূত, সার্বিয়া অ্যাম্বাসির হেড অব মিশনসহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত এবারের সামিট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
তরুণ সাংবাদিক শাহীন হাওলাদারের লেখালেখির হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। তিনি প্রায় একযুগ দেশের আর্থিক খাতের নানা অনিয়ম-দুর্নীতি, সমস্যা ও সমাধানে নানা আলোচিত রিপোর্ট প্রকাশ করে সমাজের সামনে তুলে এনেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকায় স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নসহ নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি নিজেও অসংখ্যা মানুষকে স্বোচ্ছায় রক্ত দিয়েছেন। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে নানা সম্মানে ভূষিত হয়েছেন। এক যুগ ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারে তাঁর জন্ম। তিনি ঢাকা কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ বিভিন্ন দেশে। শাহীন বাংলাদেশের সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘ঢাকা রিপের্টার্স ইউনিটির (ডিআরইউ)’ স্থায়ী সদস্য। এছাড়াও ঢাকার বৃহৎ সাংবাদিক সংগঠন ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)’ সদস্য, ঢাকায় কর্মরত বৃহৎ আঞ্চলিক সংগঠন ‘ভোলা জার্নালিস্টস ফোরাম, ঢাকা (বিজেএফডি)’ এর সাংগঠনিক সদস্য হিসেবে রয়েছেন।
প্রসঙ্গত, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সংগঠনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে যুবকদের উন্নয়নে কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি দিয়ে থাকে। তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে প্রতি বছর ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট’র মাধ্যমে অনুপ্রেরণাদায়ী তরুণদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শাহীন হাওলাদার দেশের অর্থনৈতিক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণে বিশেষ অবদান রাখার স্বীকৃতস্বরূপ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।