শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
উন্নয়ন প্রকল্প: ৪র্থ পর্যায়ে জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:৫৫ PM
নেত্রকোনার কেন্দুয়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  করা হয়েছে। সারা দেশে ৭ টি জেলা ও ১৫৯ উপজেলায় ভূমিহীন-গৃহহীনমুক্ত ৩৯,৩৬৫ ঘর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে কেন্দুয়ায় ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া - আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। 

অসীম কুমার বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমটি সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে পাশাপাশি সমাদৃত হয়েছেন। ভূমিহীন ও   গৃহহীনদের  দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঠিক এবং নিখুঁতভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। এরকম মহৎ কাজের জন্য তিনি উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেন। 

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন।

তিনি বলেন, ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কেন্দুয়া উপজেলাকে ক-শ্রেনির ভুমিহীনমুক্ত ঘোষনা করা হবে। ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩২৩টি ঘরের মধ্যে তিনধাপে ২০৩ টি লাল সবুজের ঘরে পুর্নবাসন সম্পন্ন করা হয়েছে। আজ ১২০টি ঘর সুবিধাভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হচ্ছে। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, নেত্রকোনা জেলার স্থানীয় সরকারের উপ পরিচালক বিপীন কুমার বিশ্বাস, কেন্দুয়া উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির  ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম প্রমূখ। 

বাবু/এনএইচ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নেত্রকোনার    উন্নয়ন প্রকল্প   প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত